বিজনেস ফোরাম বাহরাইনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

সালেহ আহমদ সাকী সালেহ আহমদ সাকী , বাহরাইন প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৩-২৪) শেষ হয়েছে। জাঁকজমকপূর্ণ পরিবেশে রিজ কার্লটন হোটেলের হল রুমে বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যালট বাক্সে ভোট দিয়ে ১০ জনকে চূড়ান্ত নির্বাচিত করেছেন।

নির্বাচনপূর্ব অনুষ্ঠানে মো. মিজানুর রহমান ও আখতারুজ্জামান সরকারের যৌথ সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নোমান উদ্দিন মনির।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান এ.কে.এম. মহিউদ্দিন কায়েস ও প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. মুইজ চৌধুরী। এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার শাহ আলম, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন এবং আর্কিটেক ফারিয়াল খাঁনের তত্ত্বাবধানে ৬৬ জন ভোটারের মধ্যে ৫৯ জন ভোট দেন।

jagonews24

নির্বাচন পর্যবেক্ষক সংগঠনের নেতাদের মধ্যে ডা. মো. জাকির হোসেন, মো. শাহজালাল, মো. মফিজ উদ্দিন, মো. কয়েছ আহমেদ, তাজ উদ্দিন সিকান্দার, ইঞ্জিনিয়ার বদরুল আলম, মো. আকবর হোসেন, মো. সালাউদ্দিন, মাযহারুল ইসলাম বাবু, মো. নুরু মিয়া, আল আমিন, মো. রফিকুল ইসলাম আকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শান্তিপূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারায় নির্বাচনে দায়িত্বরতরা সবার প্রতি কৃতজ্ঞতা জানান। নির্বাচিতরা হলেন- আইনুল হক, আবুল কালাম আজাদ, জসীমউদ্দীন, আখতারুজ্জামান সরকার, মোহাম্মদ মকবুল আহমেদ, তোফাজ্জল হোসেন মুকুল, আবুল বাশেদ, আল মারুফ, মো. মিজানুর রহমান, নোমান উদ্দিন মনির।

নির্বাচিতরা পরবর্তী মিটিংয়ে বাহরাইনে বসবাসরত সকল ব্যবসায়ীদের সমন্বয়ে দল-মত নির্বিশেষে শক্তিশালী কমিটি গঠন করে ব্যবসায়িক, আর্থিক, সামাজিক ও মানবতার কল্যাণে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]