সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক মেগা চিত্র প্রদর্শনী
বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে দুবাই ইন্টারন্যাশনাল আর্ট সেন্টারে চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। পাওয়ারপ্যাক নিবেদিত ফুনুন আর্টস ও মাহফুজ ক্যানভাসের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী শুরু হবে ১২ ডিসেম্বর (সোমবার) থেকে, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
আন্তর্জাতিক এ চিত্র প্রদর্শনীতে ২০ দেশের ৮০ জন শিল্পীর ৮০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। এর মধ্যে ৫০ জনের বেশি বাংলাদেশি রয়েছে।
দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং আরব আমিরাতের ব্যবসায়ী ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী সোহেল মোহাম্মদ আল জারুনি এ মেগা আর্ট ইভেন্ট উদ্বোধন করার কথা রয়েছে।
বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক এ মেগা চিত্র প্রদর্শনীতে ৮০ জন শিল্পীর ৮০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। এতে অংশ নিচ্ছেন ৫৭ জন স্ব-শিক্ষিত বাংলাদেশি শিল্পী এবং ২৩টি ভিন্ন জাতীয়তার চিত্রশিল্পী। যারা তাদের চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেছেন যে শিল্পের নির্দিষ্ট কোনো সীমা নেই এবং শিল্পীরা যেকোনো আয়োজনের উদযাপনের অংশ হতে পারেন।
ইভেন্টের টাইটেল স্পন্সর বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান সিকদার গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান পাওয়ারপ্যাক।
পাওয়ারপ্যাকের চেয়ারম্যান রিক হক সিকদার এবং ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার বলেন, বাংলাদেশের বিজয়ের প্রতি শ্রদ্ধা জানাতে এটি একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট। শিল্পীদের চিত্রকর্মের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরে এমন বড় আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করা জাতির জন্য গর্বের বিষয়।
তারা আরও জানান, শিল্পীদের সৃষ্টিকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রদান এবং তাদের শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য উৎসাহিত করতে এ প্রদর্শনীর সঙ্গে যুক্ত হয়েছেন তারা।
মাহফুজ ক্যানভাসের বিদেশের মাটিতে প্রথম বৃহত্তম চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে ‘বিজয়’ শো, যেখানে বাংলাদেশিদের পাশাপাশি ভিন্নদেশি চিত্র শিল্পীরাও থাকবেন। মাহফুজ ক্যানভাসের প্রতিষ্ঠাতা মাহফুজর রহমান জানান, এখন পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা বড় আন্তর্জাতিক অর্জন হিসেবে দেখুন এবং এটি এখন পর্যন্ত স্ব-শিক্ষিত বাংলাদেশি শিল্পীদের সবচেয়ে বড় আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী। তিনি কনস্যুলেট জেনারেল বি এম জামাল হোসেন এবং এ ইভেন্টের টাইটেল স্পন্সর পাওয়ারপ্যাককে ইভেন্টে তাদের সহায়তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান৷
ফুনুন আর্টস গ্রুপ, সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ চিত্রকলার প্ল্যাটফর্ম। এর প্রতিষ্ঠাতা শিবা খান এবং ফারাহ খান বলেছেন যে এটি দুবাইতে বাংলাদেশি শিল্পীদের সবচেয়ে বড় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। এ অনুষ্ঠান আয়োজন করা তাদের জন্য গর্বের বিষয়।
শিবা এবং ফারাহ আরও বলেন, আমাদের লক্ষ্য হলো শিল্পের প্রতিনিধিত্ব করা এবং প্রতিভাকে আরও সামনে নিয়ে আসা। এখানে শিল্পীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে নিজস্বতাকে উপস্থাপন করার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়ে থাকে।
এমআইএইচএস/জিকেএস