লেবাননে ছিনতাইকারীর গুলিতে বাংলাদেশি আহত

বাবু সাহা
বাবু সাহা বাবু সাহা
প্রকাশিত: ০২:৪৫ এএম, ১৬ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

লেবাননে ছিনতাইকারীর গুলিতে নুরুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) ভোরে তাবারজা হাইওয়ে রোডে সাবরা সেতুর কাছে এ ঘটনা ঘটে। বর্তমানে নুরুল ইসলাম স্থানীয় মার্টিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বলে জানা গেছে।

স্থানীয় বাংলাদেশিরা জানান, প্রতিদিনের মতো নুরুল শনিবার সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল যাওয়া পথে তাবারজা হাইওয়ে রোডে দুইজন ছিনতাইকারী তার গতিরোধ করে। ছিনতাইকারীরা তার মোটরসাইকেল, মোবাইল ছিনিয়ে নিয়ে যেতে চাইলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে গুলি করলে নুরুলের পেটে গুলি লেগে সে মাটিতে লুটিয়ে পড়েন। পরে খবর পেয়ে স্থানীয় বাংলাদেশিরা ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় মার্টিন হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করলে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে দূতাবাসকে জানিয়েছে।

এমএএইচ/

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]