কাতারে বাংলাদেশি মালিকানাধীন মোবাইল শোরুম উদ্বোধন


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

কাতারে বাংলাদেশি মালিকানাধীন টুডে ট্রেডিং মোবাইল শোরুম উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজধানীর দোহা-মাইজার শারে তিজারী রোড এলাকায় এই মোবাইল শোরুম উদ্বোধন করা হয়।

তিন বাংলাদেশি জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম বাবলু, ফয়সাল মাহমুদের যৌথ মালিকানাধীন মোবাইল শোরুম টি ফিতা কেটে উদ্বোধন করেন কোম্পানির স্পন্সর সাইদ আহম্মদ আল ইমরান কাওয়ারী।

OPENউদ্বোধন অনুষ্ঠানে কাতার বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম বলেন, কাতারে কোনো বাংলাদেশির একার পক্ষে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করা সহজ না, কাতারে একটা মোবাইল শোরুম বা কোন প্রতিষ্ঠান কোম্পানি করতে ৪০ থেকে ৫০ লাখ বাংলাদেশি টাকা লাগে একার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, সেই জন্য আমরা তিন বাংলাদেশি বন্ধু মিলে যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান শুরু করলাম।

এমএএস/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]