লেবাননে শেখ কামালের জন্মদিন উদযাপন
লেবাননের রাজধানী বৈরুতের বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কুরআন তেলওয়াত, বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা।
শুক্রবার দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত জন্মদিনের আলোচনায় সভাপতিত্ব করেন দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের শুরুতেই শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত। পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লেবানন আওয়ামী লীগের নেতারা।
পরে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন ও দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল সাফি।
অনুষ্ঠানে শেখ কামালের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘শেখ কামাল এক কিংবদন্তির কথা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শেখ কামাল তার মাত্র ২৬ বছর জীবনে বাঙালির সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এক বিরল প্রতিভাবান সংগঠক ও উদ্যোক্তা ছিলেন। ক্রীড়া ও সংস্কৃতিতে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি কাজ করেছেন।
এমআরএম/এমএস