করোনাকালে আটকে পড়া ১৬১ বাংলাদেশি বাহরাইনে ফিরতে পারবেন

সালেহ আহমদ সাকী সালেহ আহমদ সাকী , বাহরাইন প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৮ জুন ২০২২
ছবি: সংগৃহীত

করোনাকালে দেশে ফিরে আটকে পড়া ১৬১ বাংলাদেশির ভাগ্য খুলতে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় বাহরাইন সরকার এসব বাংলাদেশিকে সেদেশে ফেরার অনুমতি দিয়েছে।

বাংলাদেশে এসে আটকে পড়াদের বাহরাইনে ফিরিয়ে নিতে রাষ্ট্রদূত ডা. নজরুল ইসলাম ওই দেশের রাজা, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, এলএমআরসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে দফায় দফায় মিটিং করেন। এরপর বাহরাইন সরকার আটকেপড়া ১৬১ জনকে সেদেশে ফেরার অনুমতি প্রদান করে।

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, যারা ২০২১ সালের নভেম্বর মাসে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং যাদের মালিক তাদের কর্মীদের নিতে আগ্রহী শুধুমাত্র এরকম ১৬১ জন কর্মী পুনরায় ফিরতে পারবেন। তালিকাভুক্ত এসব বাংলাদেশিদের প্রথমে ভিজিট ভিসায় বাহরাইনে যেতে হবে। তবে কর্মীর ভিজিট ভিসার জন্য প্রতিষ্ঠানের মালিককে নিজে আবেদন করতে হবে। আবেদনের পর স্পন্সর/মালিক বাহরাইন সরকার থেকে প্রাপ্ত ই-ভিসা রেফারেন্স নাম্বার দূতাবাসকে ইমেইল ( [email protected] ) অথবা হোয়াটসঅ্যাপে (+ ১৭৩-৩৩৩৭৫১৫৫ ) এ জানাতে হবে। এরপর দূতাবাস ওই কর্মীকে ভিজিট ভিসা প্রদানের জন্য বাহরাইন কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে।

ভিসা প্রাপ্তির পর বাহরাইনে গিয়ে স্পন্সর/মালিকের আওতায় ওয়ার্ক ভিসায় ট্রান্সফার করতে পারবেন। তালিকাভুক্ত কর্মীদের সঙ্গে দূতাবাস যোগাযোগ করবে। তবে এ বিষয়ে কোনো দালালের শরণাপন্ন না হতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

কেএসআর/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]