বাহরাইনে ঈদ উদযাপন

সালেহ আহমদ সাকী সালেহ আহমদ সাকী , বাহরাইন প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ০২ মে ২০২২

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এবারের ঈদ অনেক উৎসাহ উদ্দীপনায় কেটেছে বাহরাইনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের। দীর্ঘ ২ বছর কোভিড-১৯ এর কারণে মসজিদে নিষেধাজ্ঞা, মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলেও এবার আর নেই কোনো বাড়তি ঝামেলা। তাই সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পেরে বাহরাইন প্রবাসীরাও ছিল উচ্ছ্বসিত।

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর।

স্থানীয় সময় সকাল ৫টা১৯ মিনিটে আল ফাতেহ গ্রান্ড মসজিদে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া মানামা, গুদাইবিয়া, রাস রোমান, মোহাররাক, হীদ, আরদ, সালমাবাদ, রিফা, জালালি, আল দাইর, আলি, সার, ঈসা টাউন, তুবলিতে একই সময় ঈদের জামাত সম্পন্ন হয়।

ঈদের দিন সকালে বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের নিমন্ত্রণে বাংলাদেশ হাইজে কমিউনিটির নেতারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রাষ্ট্রদূত সকল বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

এবারের ঈদে পরিবার পরিজন ছেড়ে দূর প্রবাসেও বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের কমতি ছিল না। ঈদের দিন বিকেলে সবাই একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন পার্ক, সি-বিচসহ দর্শনীয় স্থানে ঘোরাঘুরিসহ ক্রিকেট ও ফুটবল খেলে সময় কাটান।

এসএইচএস/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]