‘বঙ্গবন্ধুর ডাকে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে’

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৭ মার্চ ২০২২

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করে। ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে রাজনৈতিক দলগুলোসহ সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

শনিবার (২৬ মার্চ) সকাল ১০টায় দক্ষিণ আফ্রিকার পিট্রোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস হলরুমে প্রবাসীদের উপস্থিতিতে দিনব্যাপী জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় রাষ্ট্রদূত নুর হেলাল সাইফুর রহমান একথা বলেন।

কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় স্বাধীনতা দিবস কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ। বাণী পাঠ ও আলোচনা সভা।

jagonews24

সভায় দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রূপম বলেন, বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বমঞ্চে সম্মান ও গৌরবের সঙ্গে জায়গা করে নিয়েছে।

দূতাবাস আয়োজিত জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ, যুবলীগসহ সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

একেআর/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]