ইতালি যুবদলের ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন


প্রকাশিত: ০২:২২ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

ইতালির রাজধানী রোমে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে ইতালি যুবদল। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইতালি যুবদল আয়োজিত সুন্দরবন রেস্টুরেন্টে একটি আলোচনা সভা ও প্রতিবাদ সভা করা হয়।

রোম যুবদলের সভাপতি আনিমুর রহমান সালামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঢালী নাছির উদ্দীনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এ সরকারের আমলে গণতন্ত্রকে কবর দেয়া হয়েছে। তাই গণতন্ত্রকে পুনঃরুদ্ধারে এবং গণঅধিকার ফিরিয়ে আনতে নতুন নিরপেক্ষ,নির্দলীয় সরকারে অধীনে একটি নির্বাচন করা জরুরি হয়ে পড়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে রোম বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সহ-সভাপতি মোজাম্মেল হক দীপু, রোম মহানগর বিএনপির সভাপতি ওমর ফারুকসহ বিএনপির অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসএইচএস/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]