ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাংলা ভাষার কোর্স
বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেন ঢাবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মাহমুদ আক।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস আংকারা ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ইস্তাম্বুলের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ঢাকা ও ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, তুর্কির গণমাধ্যম ব্যক্তিত্ব এবং ইস্তাম্বুলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ইস্তাম্বুলের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গৃহীত পদক্ষেপের মধ্য দিয়ে প্রথমবারের মতো তুরস্কের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ভাষা শিক্ষা কোর্স চালু হতে যাচ্ছে।
পররাষ্ট্র সচিব মোমেন শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তিনিই প্রথম ব্যক্তি যিনি ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তব্য দিয়ে বাংলার সঙ্গে বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেন।
তিনি সশ্রদ্ধায় স্মরণ করেন মহান ভাষা শহিদদের যারা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার্থে প্রাণ উৎসর্গ করেছিলেন। মোমেন আশাবাদ ব্যক্ত করেন, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা কোর্স চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ক, বিশেষ করে ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রসমূহ আরও সুসংহত ও গতিশীল হবে।
এ ধরনের উদ্যোগ ও পদক্ষেপের ফলাফল অত্যন্ত ইতিবাচক ও সুদূরপ্রসারী উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে তা (বাংলা ভাষা শিক্ষা কোর্স) দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতাকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আশা করেন, আগামীতে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণা কার্যক্রম চালু হবে এবং এ বিষয়ে প্রয়োজনমতে একটি পূর্ণাঙ্গ বিভাগ খোলা হবে।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. মাহমুদ আক বলেন, বাংলা ভাষা শিক্ষাকে সমর্থন করা মানে এই ভাষা শিক্ষায় ও কাজ করতে (গবেষণায়) আগ্রহী একজনকে সমর্থন করা। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, সাংস্কৃতিক সম্পর্ক সুসংহত করা। তাই ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিক্ষা কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা কেন্দ্রের প্রধান ড. মেহমেদ ইয়ালচিন ইলমাজ।
বক্তারা ইস্তাম্বুলে বাংলা ভাষা শিক্ষার এ উদ্যোগকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেন, এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও বন্ধুত্ব আরও সহজ ও নিবিঢ়তর হবে।
ঢাকা ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার খাতসমূহকে বহুমুখী ও সম্প্রসারিত করার অপার সম্ভাবনা ও সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। বিশেষ করে গবেষণা ও প্রযুক্তি আদান-প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর ও শক্তিশালী হবে, এই প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমআরএম/জিকেএস