খালেদার বক্তব্যের প্রতিবাদে মালয়েশিয়ায় মানববন্ধন


প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫
খালেদা জিয়ার সাম্প্রতিক বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদ করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বিভ্রান্তিমূলক বক্তব্যের প্রতিবাদ করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। এছাড়া তারেক রহমান ও গয়েশ্বর চন্দ্র রায় কর্তৃক মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিকৃত করার প্রতিবাদও জানানো হয়। সোমবার মালয়েশিয়ার হাংতুয়া শাখা আওয়ামী লীগ মানববন্ধন কর্মসূচি ও কালি লেপনের মাধ্যমে এ প্রতিবাদ জানায়।

এর আগের দিন রোববার কুয়ালালামপুর চৌকিট হোটেল সান্দার ইনে মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যকে বিভ্রান্তিমূলক দাবি করে এটাকে ইতিহাস বিকৃতির চেষ্টা বলে অভিহিত করেন।

খালেদা জিয়া এর আগেও ইতিহাস বিকৃত করেছেন এজন্য বিএনপি নেত্রীর বিচার দাবি করেন বক্তারা। মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহীদুর রহমান অহীদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র নেতা জসিম উদ্দীন চৌধুরী।


অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান কামাল, মাহতাব খন্দকার, রাশেদ বাদল, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মোস্তাফা তালুকদার, মনিরুজ্জামান মনির, আবদুল বাতেন, অ্যাডভোকেট মিনহাজ উদ্দীন মিরান, মালয়েশিয়া শ্রমিক লীগের আহ্বায়ক সোহেল বিন রানা, মালয়েশিয়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম ওয়াজেদ, রাসেল খান প্রমুখ।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]