সিডনিতে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবধারার

মো. আবুল কালাম আজাদ
মো. আবুল কালাম আজাদ মো. আবুল কালাম আজাদ , অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২২ এএম, ০৬ অক্টোবর ২০২১

বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবে সর্বত্রই অসহায় হয়ে পড়েছে মানুষ। এই সংকটে অসহায়দের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি।

রোববার সিডনির ল্যাকাম্বা এলাকায় নবধারা অ্যাসোসিয়েশনের সদস্যরা খাদ্যসামগ্রী বিতরণ করেন অসহায় মানুষদের মধ্যে। প্রতিটি প্যাকেটে ছিল চাল, তেল, পাস্তা, বিস্কুট, বিন, ফল, পেঁয়াজ, টোনা, মিল্ক ও আলু ইত্যাদি।

বিজ্ঞাপন

jagonews24

নবধারা অ্যাসোসিয়েশনের ‘হ্যান্ড ফর সাপোর্ট’ প্রোগ্রামের সভাপতি আবুল কালাম আজাদ খোকনসহ উপস্থিত ছিলেন লুৎফর কবীর, ড. ফয়জুল আজীম, বেলাল হোসাইন, আসাদ জামান, আল মামুন, বাবু আসওয়াদ, আবিদা আসওয়াদ, লিপি আক্তার, নুসাইবাহ, আকিব, ফয়জুন নাহার পলি, জিনাফ ও দিলারা জামান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিডনিতে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবধারার

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কার্ল সালেহ।নবধারা অ্যাসোসিয়েশন ও নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছেন।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com