বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান
৪৪তম বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখার উদ্যোগে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মালয়েশিয়া বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়। মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে স্মরনীকার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
উন্মোচন শেষে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল স্বাগতিক বক্তব্যে বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। ১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠতম গৌরব ও আনন্দের দিন। পৃথিবীর মানচিত্রে আমাদের স্বাধীনতার ও স্বকীয়তার আত্মপ্রকাশের দিন। নতুন প্রজন্মের কাছে এই বার্তা প্রকাশের দায়িত্ব আমাদের সকলের।
তিনি বলেন, ‘আমাদের নুতন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের বীরগাঁথা, ইতিহাস এরং দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতেই মূলত এই আয়োজন। নতুন প্রজন্মের মনে মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রসারিত করার লক্ষ্যে মালয়েশিয়া বিএনপি বহুদিন ধরে প্রবাসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন প্রজন্মের কাছে ১৯৭১ এর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশীয় সংস্কৃতিকে তুলে ধরবার প্রয়াসেই এই বিজয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান। বাদলের স্বাগতিক বক্তব্যের পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে’ গানের মধ্যদিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ কালচারাল সেন্টার মালয়েশিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিমকক উইং বিশ্ববিদ্যালয়ের জাফর ফিরোজ ও লিঙ্কন কলেজের ছাত্রী আখি মজুমদার। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া এ যেন বিদেশের মাটিতে বাংলাদেশকে ফিরে পাওয়া। এ পর্যায়ে শিল্পীদের পরিবেশনায় দর্শক খুঁজে পেয়েছে আজন্ম কালের আবহ বাংলাকে। কা
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি মো. গোলাম মস্তফা, আব্দুর রউফ লিটন, এস এম জাহাঙ্গীর আলম, শাখাওয়াত হোসেন, এ এস এম ফজলুল করিম সোহরাব, ওয়ালি উল্লাহ ওয়াহিদ, সিরাজুল ইসলাম মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন।
এছাড়াও এস এম বশির আলম, মালয়েশিয়া বিএনপির দফতর সম্পাদক মো. আমিনুল ইসলাম (রতন), এ, কে, এম হাবিবুর রহমান শিশির, কোতারায়া বিএনপির সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গির আলম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াছ, যুবদলের সহসভাপতি মজনু খান, নাসির উদ্দিন নাসির, মিনহাজ মন্ডল, আহম্মেদ হোসেন সাগরসহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রবাসী উপস্থিত ছিলেন।
এসকেডি/এমএস