অ্যাথেন্সে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো অ্যাথেন্সে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।
শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের অয়োজন করা হয়।
অনুষ্ঠানে গ্রিসে বসবাসরত বাংলাদেশি কর্মজীবী ও পেশাজীবী নাগরিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়ন-এর ওপর একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়।
এসকেডি/আরআইপি