মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় নিহত বাংলাদেশির বাড়িতে শোকের মাতম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফাইজুর মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফাইজুর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরবালিয়া গ্রামের মৃত শামছুল হক মোল্লার ছোট ছেলে। ফাইজুরের মৃত্যুর খবরে তার পরিবারে শোকের মাতম চলছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত ফাইজুরের বড় ভাই সানোয়ার মোল্লা জানান, তার ছোট ভাই ফাইজুর মালয়েশিয়ায় ক্রেনচালক হিসেবে কাজ করত। শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় কাজে বের হয় ফাইজুর।

তিনি জানান, কর্মস্থলে পৌঁছে ক্রেন দিয়ে কাজ করছিল। কাজের মাঝে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটি উল্টে যায়। এ সময় ফাইজুর ক্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ফাইজুরের মা সবেদা বেগম বিলাপ করে বলেন, ‘শুক্রবার রাতে আমার শেষ কথা হয় ফাইজুরের সঙ্গে। ফাইজুর বলল, মা নতুন মাস আইছে। শনি-রোববারের মধ্যে বেতন পাইয়া টাকা পাঠিয়ে দেব। তারপর তুমি চিকিৎসকের কাছে যাবে। আমার ফাইজুর আর কথা বলবে না। কীভাবে কি হয়ে গেল আমার ফাইজুরের।’

এন কে বি নয়ন/এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]