সিডনিতে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু

মো. আবুল কালাম আজাদ
মো. আবুল কালাম আজাদ মো. আবুল কালাম আজাদ , অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২১ আগস্ট ২০২১

সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাকেম্বায় প্রথম একজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ল্যাকেম্বাতে ছেলের বাসায় বাংলাদেশ থেকে বেড়াতে এসেছিলেন খন্দকার জুলফিকার।

শুক্রবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ক্যান্টাবোরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খন্দকার জুলফিকারের দেশের বাড়ি ময়মনসিংহ জেলায়। তার মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

প্রবাসীরা জানান, সিডনির ল্যাকেম্বাতে ছেলের বাসায় বাংলাদেশ থেকে বেড়াতে এসেছিলেন খন্দকার মোহাম্মদ জুলফিকার। তিনি করোনায় আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যা ৬টায় ক্যান্টাবোরি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]