শীর্ষ প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্রের তালিকায় মালয়েশিয়া
এশিয়া-প্যাসিফিকের শীর্ষ ১০টি শহরের মধ্যে প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্রে স্থান পেয়েছে মালয়েশিয়া। কেপিএমজির সর্বশেষ জরিপ অনুযায়ী, কুয়ালালামপুর নবম শীর্ষ শহর।
মালয়েশিয়ার কেপিএমজির প্রযুক্তি, মিডিয়া এবং টেলিযোগাযোগ সেক্টরের প্রধান গাই অ্যাডওয়ার্ডস বলেছেন, এসব বিস্ময়কর নয় কারণ বেশ কয়েকটি গবেষণায় ইতিমধ্যে স্বীকৃত এবং চিহ্নিত করা হয়েছে যেগুলো মালয়েশিয়াকে একটি আকর্ষণীয় বিনিয়োগের সুযোগ করে দিয়েছে।
দেশের চতুর্থ শিল্প বিপ্লব নীতির মতো দেশের প্রযুক্তিগত অবকাঠামোকে এগিয়ে নেয়ার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানিয়ে গাই অ্যাডওয়ার্ডস বলেন, মালয়েশিয়া একটি উন্নয়নের কেন্দ্র হিসেবে অবশ্যই বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে।
১৭ আগস্ট কেপিএমজির এক বিবৃতিতে বলা হয়, সরকারি প্রেরণাই একটি প্রযুক্তি কেন্দ্র হিসেবে মালয়েশিয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে।
এমএসএম/জিকেএস