কানাডায় বাংলাদেশি ছাত্র নিখোঁজ

আহসান রাজীব বুলবুল
আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল , কানাডা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৬ জুলাই ২০২১

কানাডার অটোয়ায় সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশি একজন বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছেন। নাজিব সাদেক চৌধুরী নামের ওই শিক্ষার্থী অটোয়ায় বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়েছিলেন।

কুইবেক পুলিশ কানাডার স্থানীয় সময় রোববার দুপুর ১টা থেকে তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে।

কুইবেক পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্যাতিনিউ নদীতে ডুবে গেছে সন্দেহে তারা একজন শিক্ষার্থীকে উদ্ধার করার চেষ্টা করছেন। ওয়েকফিল্ড কাভার ব্রিজের কাছে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ওই শিক্ষার্থী আর উঠে আসেনি। দুপুর ১টা থেকে তারা ডুবে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করছে।

নিখোঁজ শিক্ষার্থীর পারিবারিক সূত্রে জানা গেছে, নাজিব সাদেক চৌধুরী অটোয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ শেষ বর্ষের শিক্ষার্থী।

এ সময়ে কানাডায় আবহাওয়া ভালো থাকায় অনেকেই পরিবার পরিজন নিয়ে বাইরে ঘুরতে বের হন। অনেকে সাঁতার এবং মাছ ধরা নিয়ে ব্যস্ত থাকেন। ‘বাংলাদেশি ছাত্র নিখোঁজ’ এমন খবর প্রচার হওয়ার পর অটোয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

এমএইচআর/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]