প্রাথমিকের শিক্ষকদের প্রযুক্তি দক্ষতা উন্নয়নে কর্মশালা

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:২১ পিএম, ২৩ জুন ২০২১

তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন ও পাঠদানকে আরও উদ্ভাবনী ও আনন্দদায়ক করতে ইয়ুথ হাব দুই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। গুগল মিটের মাধ্যমে ভার্চুয়ালি আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালাটি মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি পরিচালনা করেন ইয়ুথ হাবের সভাপতি, সার্টিফায়েড এডুকেটর ও ট্রেইনার, গুগল ফর এডুকেশনের পাভেল সারওয়ার।

প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে ভার্চুয়ালি শুরু হওয়া এই কর্মশালাটি দুই মাসব্যাপী চলবে। কর্মশালায় গুগল ফর এডুকেশনের বিভিন্ন অ্যাপ্লিকেশন, ভার্চুয়াল রিয়েলিটি, গুগল ক্লাসরুম শেখানো হবে বলে জানিয়েছেন কর্মশালার সমন্বয়ক সাদিক শামীম।

ইয়ুথ হাবের পক্ষ থেকে এই প্রশিক্ষণ কর্মশালাটি সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য পরিচালিত হবে।

মালয়েশিয়াভিত্তিক তথ্যপ্রযুক্তি সংগঠন ইয়ুথ হাব স্কুল পর্যায়ে উদ্ভাবন, তথ্যপ্রযুক্তি শিক্ষা ও নতুন উদ্যোক্তা তৈরি নিয়ে কাজ করছে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের মাঝে তথ্যপ্রযুক্তি শিক্ষা পৌঁছে দিতে কাজ করছে সংগঠনটি।

এআরএ/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]