রোজিনার মুক্তির দাবিতে লন্ডনে সাংবাদিকদের কর্মবিরতি
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৮ মে ২০২১
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার লন্ডনে ইউকে-বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের প্রতীকী কর্মবিরতী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনার চত্বরে লন্ডনের স্থানীয় সময় বেলা দুইটায় এ কর্মসূচি শুরু হয়। প্রেস ক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনজের আহমদ চৌধুরীর পরিচালনায় মানববন্ধন শেষে সমাবেশে দলমত নির্বিশেষে কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের দ্রুত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ঘটনাটি খুবই অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। একজন পেশাদার সাংবাদিককে সচিবালয়ে আটকে হেনস্তা, মামলা দিয়ে হয়রানির ঘটনা আমাদের পেশাদার সাংবাদিকতার ওপর বড় আঘাত।
সমাবেশে সংহতি জানিয়ে অন্যান্যের মধ্যে যোগ দেন ও বক্তব্য দেন ব্যারিস্টার নাজির আহমদ, রহমত আলী, আব্দুল মুনিম ক্যারল, রিয়াদ হাসান, প্রেসক্লাব সহ-সভাপতি বিপ্লব কুমার পোদ্দার, আহাদ চৌধুরী বাবু, সময় টিভির সোয়েব কবীর, মোস্তাক বাবুল, বাংলা ভিশনের আব্দুল হান্নান, বাংলাদেশ প্রতিদিনের আসম মাসুম, আব্দুল বাছিত বাদশা।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আজিজুল আম্বিয়া, ট্রেজারার সাইদুল ইসলাম, সাংবাদিক মাহবুব সুয়েদ, মিনহাজুল আলম মামুন, মাহমুদুর রহমান শানুর, এনাম চৌধুরী, আনোয়ারুল ইসলাম অভি, জয়নাল আবেদিন, ইউসুফ জাকারিয়া খান, মেহেদী হাসান মারুফ, মিছবাউর রহমান, আতিয়া বেগম, তাহমিনা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
আব্দুল আজিজ/এমআরএম/এমকেএইচ