লিসবনে সিআরসিআইপিটির ইফতার
পর্তুগালে বাংলাদেশিদের সংগঠন ‘কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা এম পর্তুগাল’র (সিআরসিআইপিটি) উদ্যোগে সাংবাদিক ও কমিউনিটির ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ফুড গার্ডেন রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের জেনারেল সেক্রেটারি আবু নাঈম মু শহীদুল্লাহর পরিচালনায় ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোশারফ হোসাইন।
এ সময় বক্তব্য দেন- কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন, নজরুল ইসলাম শিকদার, মাত্রিম মনিজ জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম, মু কামাল উদ্দিন, ব্যবসায়ী কবি মোরশেদ কামাল, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সেক্রেটারি রাসেল আহাম্মদ, মাতৃম মনিজ জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারে খতিব অধ্যাপক আবু সাঈদ।
সংগঠনের সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সিআরসিআইপিটি একটি মানবিক সংগঠন। আমরা পর্তুগাল সরকারের নিয়মনীতি মেনে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। এ সময় এই কাজে কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এমআরএম/জিকেএস