সবচেয়ে বড় ঈদ জামাতের অনুমতি পর্তুগালে

মো. রাসেল আহম্মেদ
মো. রাসেল আহম্মেদ মো. রাসেল আহম্মেদ
প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৮ মে ২০২১
ফাইল ছবি

পর্তুগালে করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় চলতি মাসের শুরুতেই সরকার জরুরি অবস্থা তুলে নিয়ে উন্মুক্ত করে দিয়েছে পর্যটন খাতগুলো। ঈদুল ফিতরের নামাজের সবচেয়ে বড় জামাতের অনুমোদনও দিয়েছে সরকার।

করোনা মহামারির কারণে গত বছর এই জামাতটির অনুমোদন মেলেনি। ফলে লিসবনের প্রতিটি ঘরই যেন হয়ে উঠেছিল এক একটি ছোট্ট মসজিদ।

এ বছর বায়তুল মোকাররম ইসলামী সেন্টার এবং জামে মসজিদের যৌথ উদ্যোগে ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তৃমনিজ পার্কে এই জামাতটি অনুষ্ঠিত হবে।

jagonews24

বাংলাদেশ ইসলামি সেন্টার বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের সভাপতি ও কমিউনিটি নেতা রানা তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার জুমার নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের চেষ্টার মাধ্যমে সফল হতে পেরেছি। নামাজের আগে আমরা পুরো মাঠ জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করব। মুসল্লিরা নিজ দায়িত্বে বাসা থেকে ওজু করে জায়নামাজ ও হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে নিয়ে আসবেন।

তিনি বলেন, নামাজ শেষে কারো সঙ্গে হাত মেলানো বা কোলাকুলি করা যাবে না। পুলিশ প্রশাসন সম্পূর্ণ মাঠ ও আশপাশে নজরদারি করবে।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]