কুয়েতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীসহ বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মী ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।
আয়োজনের মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত, বাণীসমূহ পাঠ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন।
বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সম্প্রতি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ প্রতিরোধে কুয়েত সরকারের অর্পিত স্বাস্থ্যবিধি বাধাগ্রস্ত হয় বা সরকারের নির্দেশাবলী অমান্য হয় এমন কর্মসূচি পালনে কুয়েতের বাংলাদেশ দূতাবাস খুব সতর্ক ছিল।
১৭ এপ্রিল মুজিবনগর দিবস বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাৎপর্যপূর্ণ এবং সরকার ঘোষিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, ফলে ছোট পরিসরে ওই অনুষ্ঠান পালন করা হয়।
সবশেষে ফাতেহা পাঠ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ ও স্বাধীনতা সংগ্রামের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এমআরএম/এমকেএইচ