সাধারণ নাগরিকের বাড়িতে মেঝেতে বসে ইফতার করলেন এরদোয়ান

মু. তারিকুল ইসলাম
মু. তারিকুল ইসলাম মু. তারিকুল ইসলাম , তুর্কি
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৭ এপ্রিল ২০২১

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান এবং তার স্ত্রী ফার্স্ট লেডি এমিন এরদোয়ান বুধবার (১৪ এপ্রিল) রমজানের দ্বিতীয় রোজায় আঙ্কারার মামাক জেলায় বসবাসকারী একটি সাধারণ একটি পরিবারে মেঝেতে বসে ইফতার করেন।

জানা গেছে, ওই পরিবারের বাড়িতে গিয়ে ইফতারে অংশগ্রহণ করেন এরদোয়ান। ইফতার শেষে এরদোগান দম্পতি পরিবারটির সঙ্গে বসে চা পান করে এবং গল্প করেন। পরে শিশুদের উপহার দেন। কথোপকথনের সময় এরদোগান বাচ্চাদের হাতে চুমু দেন।

jagonews24

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট ওই পরিবারের সঙ্গে মাটিতে বসে ইফতার গ্রহণ করেন। করনোভাইরাসের এই ভয়াবহ মুহূর্তে যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানেরা বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছে, সেখানে তুরস্কের প্রেসিডেন্ট সাধারণ নাগরিকের বাড়িতে গিয়ে ইফতার করেছেন।

jagonews24

ওই ইফতারিতে খাবার হিসেবে ছিল একদমই সাধারণ খেজুর, জয়তুন, পনির, ছোরবা (সুপ), রুটি (পিডা), মিষ্টি ও পানিসহ সামন্য খাবার।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]