রমজানে প্রবাসীদের কর্মঘণ্টা কমিয়ে দিল আমিরাত

মুহাম্মাদ ইছমাইল
মুহাম্মাদ ইছমাইল মুহাম্মাদ ইছমাইল , আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০ পিএম, ১১ এপ্রিল ২০২১

সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতের কর্মীরা পবিত্র রমজান মাসে স্বল্প সময়ের জন্য কাজ করবেন। কর্মীদের নিয়মিত কর্মঘণ্টা দুই ঘণ্টা কমিয়ে ৬ ঘণ্টা করা হয়েছে বলে মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে।

আরব আমিরাত সরকার ইতোমধ্যে রমজানে দেশের সরকারি অফিসের জন্য কর্মঘণ্টা হ্রাস করার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মাসের সময় মন্ত্রণালয় এবং ফেডারেল অফিসিয়াল কার্যদিবস সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, যাদের কাজ অন্য জায়গায় প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে এই সময়গুলি প্রযোজ্য নয়। সংযুক্ত আরব আমিরাতের রমজান চাঁদ দেখা সাপেক্ষে ১৩ এপ্রিল থেকে রোজা শুরু হতে পারে।

এদিকে ৮ এপ্রিল উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস পবিত্র রমজানের সময় মন্ত্রণালয় ও ফেডারেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মঘণ্টা নির্ধারণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে মন্ত্রণালয় এবং ফেডারেল কর্তাদের অফিসিয়াল কার্যদিবস সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত থাকবে।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com