দেশবাসীকে টিকা নেয়ার আহ্বান মাহাথিরের

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৭ মার্চ ২০২১

করোনাভাইরাসের টিকা নিয়েছেন আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন মাহাথির মোহাম্মদ। রোববার দেশটির লংকাউই হাসপাতালে প্রথম টিকা গ্রহণের সময় সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

টিকা গ্রহণের পর মাহাথির বলেন, ‘করোনা মহামারি আমাদের সহনশীল বোধকে আরও জাগ্রত করল। এটি খুবই কার্যকর, খুব ভালো। কিছু গুরুতর সমস্যা প্রতিরোধে সবার টিকা নেয়া উচিত।’ টিকা নেয়ার পর চিকিৎসা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তারা বলেন, টিকা কেন্দ্রে ‘সাধারণ মানুষের মতো করে’ টিকা নেয়ার প্রস্তাব দেন তুন মাহাথির। নিরাপাত্তার বিষয়টি মাথায় রেখে আমরা সকালেই তাকে টিকা দেয়ার ব্যবস্থা করি।’ লংকাউই জেলার কোভিড-১৯ ভ্যাকসিন কেন্দ্রের টিকাদান প্রক্রিয়া ঘুরে দেখেন মাহাথির।

jagonews24

গত ২৪ ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে শুরুতে দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।প্রধানমন্ত্রীর পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও চারজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যদের টিকা দেয়া হয়। ইতোমধ্যে মালয়েশিয়ায় প্রায় ৬ লাখ করোনা টিকা পেয়েছে।

প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন ছাড়াও স্বাস্থ্য মহাপরিচালক তান শ্রী ডা. নূর হিশাম আবদুল্লাহ এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের চারজন কর্মচারীও এই টিকা নিয়েছেন।

উল্লেখ্য, দেশটির করোনা টিকা ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে এই টিকা প্রদান করা হবে। এপ্রিল মাস পর্যন্ত প্রথম ধাপে ৫ লাখ সম্মুখসারির করোনাযোদ্ধাকে টিকা দেয়া হবে।

jagonews24

এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, ৬০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই টিকা দেয়া হবে।

এরপর মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপের টিকা কার্যক্রম। এই ধাপে ১৮ বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]