লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪১৯ বাংলাদেশি
লেবানন থেকে দ্বিতীয় ধাপে দেশে ফিরছেন আরও ৪১৯ বাংলাদেশি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে শুক্রবার সকালে তারা দেশে পৌঁছাবেন বলে জানায় দূতাবাস।
এর আগে বুধবার বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে তাদের সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। অভিবাসীরা হাতে টিকিট পেয়ে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানান।
এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেবাননে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় চার হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করেন।
শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধ প্রবাসীদের স্বার্থে দূতাবাসে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন চালু থাকবে এবং নিবন্ধিত সব প্রবাসীদের স্বল্প সময়ে পর্যায়ক্রমে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে। আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের আরও একটি বিশেষ ফ্লাইট রয়েছে। এর আগে গত সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রথম দফায় ৪৩২ বাংলাদেশি দেশে ফেরেন।
উল্লেখ্য, লেবাননে দীর্ঘ দেড় বছর ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দাসহ মুদ্রাস্ফীতির কবলে পড়ে বাংলাদেশিরা চরম অনিশ্চয়তার মুখে দিন পার করছেন।
এমআরআর/এমকেএইচ