বার্সেলোনায় শহীদ স্মৃতিফলককে নষ্ট করার অপচেষ্টা

মিরন নাজমুল
মিরন নাজমুল মিরন নাজমুল , স্পেন প্রতিনিধি স্পেন
প্রকাশিত: ০৪:৫৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১

ভাষার মাসে বার্সেলোনায় অবস্থিত একমাত্র শহীদ স্মৃতিফলককে ঢেকে দেয়ার উদ্দেশ্যে রঙ লেপন করার অপচেষ্টা করেছে দুষ্কৃতিকারী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শহরের প্লাসা পেদ্রোতে অবস্থিত শহীদ স্মৃতি ফলকটিকে কে বা কারা রঙ স্প্রে করে ঢেকে দেয়ার অপচেষ্টা করেছে। ভাষা শহীদদের উদ্দেশ্য করে লেখা শব্দমালাকে অস্পষ্ট করে দেয়ার উদ্দেশ্যে পরিকল্পনা করে এটা করা হয়েছে বলে ধারণা করছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি।

ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস হিসেবে ফেব্রুয়ারি মাসটি যেখানে গুরুত্বপূর্ণ এবং একুশের প্রহর আসার ঠিক এক সপ্তাহ আগে পূর্বপরিকল্পিতভাবে এই অপচেষ্টা করেছে। সারা স্পেনের মধ্যে একমাত্র বার্সেলোনা শহরেই বাংলাদেশি কমিউনিটি অনেক কষ্টের বিনিময়ে এই স্মৃতিফলকটি অর্জন করেছে শহরের মিউনিসিপালের কাছ থেকে।

অমর একুশের এমন কাছাকাছি সময়ে এই অপকর্মের জন্য স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। এ নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করে অপরাধীকে শাস্তির আওতায় আনার দাবি করেছেন এবং শহীদ স্মৃতি ফলকের ক্ষতিগ্রস্ত অংশটি ঠিক করে দেয়ার অনুরোধ জানান।

এসজে

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]