ভালোবাসা অটুট রাখতে ‘প্রেম তালা’

মতিউর রহমান মুন্না
মতিউর রহমান মুন্না মতিউর রহমান মুন্না , গ্রিস প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

ভ্রমণ-পিপাসুদের আকর্ষণ বাড়াতে বিশ্বের অন্যতম পর্যটন নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্মাণ করা হয়েছে ‘প্রমিজ ব্রিজ’। ব্রিজটিতে এখন ঝুলছে হাজার হাজার প্রেমের তালা। ব্রিজটির চারপাশে রয়েছে চোখ জুড়ানো নয়নাভিরাম প্রাকৃতিক অপরূপ দৃশ্য।

বর্তমানে প্রমিজ ব্রিজটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের বড় একটি অংশের পছন্দের জায়গা। যে কেউ একবার গেলে আরেকবার স্মৃতিচারণে যেতে মন চাইবে। ভ্রমণে এসে পর্যটকরা স্মৃতির নিদর্শন হিসেবে এ ব্রিজের গায়ে লাগিয়ে যান তালা।

প্যারিসের ‘পঁ দে আর্টস’ সেতুর আদলে দুবাইয়ের আল খাওয়ানিজ এলাকায় তৈরি করা হয় এই সেতু। সেতুর রেলিংয়ে প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা লাগিয়ে যান।

ভালোবাসাকে তালা-চাবি দিয়ে বন্দি করা যায় কিনা, তা কেবল এখানকার প্রেমিকারাই বলতে পারবেন। প্রেমিক যুগলদের বিশ্বাস, নিজেদের নাম লিখে তালা লাগিয়ে নদীর জলে চাবি ফেলে দিলে হয়তো কখনোই জুটি ভাঙবে না প্রেমিক-প্রেমিকার। বদ্ধ তালার মতোই অটুট থাকবে তাদের প্রেম ভালোবাসা গভীর সম্পর্ক।

jagonews24

তাই তো ভ্রমণে আসা পর্যটকরা বিভিন্ন রকমের তালার ওপর নিজেদের নাম বা নামের অক্ষর লিখে সেগুলো ব্রিজের রেলিংয়ে তালা লাগিয়ে যান। বর্তমানে কয়েক হাজার তালা ঝুলে রয়েছে এই ধাতব ব্রিজের গায়ে।

দুবাই ইয়ার্ডের কেন্দ্রবিন্দুতে এই সেতুর অবস্থান। ৩৫ হাজার বর্গফুট জায়গায় বিস্তৃত ইয়ার্ডের মধ্যভাগে কৃত্রিম হ্রদের ওপর ভালোবাসার নিদর্শনস্বরূপ হাজারও তালার ভার বয়ে যাচ্ছে সেতুটি। পর্যটকদের জন্য এটি ইয়ার্ড দুবাই বা লাস্ট এক্সিট ডি-৮৯ নামেও পরিচিত।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]