মোজাম্বিকে ডাকাতের হামলায় বাংলাদেশির মৃত্যু

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

আফ্রিকার মোজাম্বিকে ডাকাতের হামলায় গুরুতর আহত চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) দেশটির জাম্বেজিয়া প্রদেশের মুলুমভু ডিসট্রিক্ট হাসপাতালে মো. ফরিদুল আলমের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহতের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে বলে জানা গেছে। এর আগে (২৬ নভেম্বর) রাতে একদল ডাকাত তার বাসায় ঢুকে তাকে মাথায় আঘাত করে টাকা-পয়সা দামি জিনিসপত্র লুট করে চলে যায়।

পরে আহত ফরিদ আলমকে দেশটির মুলুমভু ডিস্ট্রিক হসপিটালে ভর্তি করানো হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে জাম্বেজিয়া প্রাদেশিক হাসপাতালে রেফার করা হয়। সেখানেই অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়ার পর স্থানীয় সময় আজ দুপুর ১২টায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জানা গেছে, নিহত মো. ফরিদুল আলম ২০১৩ সালে জীবিকার তাগিতে মোজাম্বিকে আসেন এবং সাফল্যের সাথে নিজস্ব ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছিলেন। এ রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com