উজবেকিস্তানের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০

অডিও শুনুন

উজবেকিস্তানের বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে দেশটির শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

রাজধানী তাশখন্দে শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে কর্মসংস্থান ও শ্রম সম্পর্কবিষয়ক মন্ত্রী নোজিম খুসানভ বখতিয়োরোভিচ এবং দেশটি নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উজবেকিস্তানের শ্রমমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলমকে কর্মসংস্থান খাতে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

সভায় দুই দেশের মধ্যে সু-সম্পর্ক প্রতিষ্ঠা, দক্ষ শ্রমিকদের একে অপরের দেশে কাজ করার সুযোগ প্রদানের জন্য সমঝোতা স্বাক্ষর, বিভিন্ন প্রকল্প ও শিল্প কলকারখানায় দক্ষ কর্মী বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং দু’দেশের সুবিধার জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উজবেকিস্তানস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ এবং শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]