বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক : আমিরাতের মন্ত্রী

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০

সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নাসের বিন থানি আল হামেলি বলেছেন, আমিরাত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, কৌশলগত এবং গভীর যার অন্যতম ভিত্তি হলো মানবসম্পদখাতে পারস্পারিক সহযোগিতা যা দু’দেশের স্বাধীনভাবে আত্মপ্রকাশের আগে থেকেই বিদ্যমান ছিল এবং ক্রমাগত সম্প্রসারিত হয়েছে।

বর্তমানে সংযু্ক্ত আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা পরিবর্তনসহ বেশকিছু সেক্টরে তাদের কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর আবুধাবিস্থ দফতরে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আবু জাফরের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

হৃদ্যতাপূর্ণ বৈঠকে তারা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক বিশেষত মানবসম্পদখাতে অধিকতর সহযোগিতার বিষয়ে মতবিনিময়ে করেন। দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি রচনায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের অবদান তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত যৌথ কমিটির সভা ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে আরব আমিরাতের মন্ত্রী তাদের সম্মতির কথা ব্যক্ত করেন এবং সভায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের পাশাপাশি আরব আমিরাতের সহযোগিতায় বাংলাদেশি শ্রমিকদের সংযুক্ত আরব আমিরাতের জন্য প্রযোজ্য প্রশিক্ষণের বিষয়ে ও আলোচনা হবে মর্মে জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদেশে কর্মরত বাংলাদেশি জনগোষ্ঠীর প্রতি আমিরাত সরকার ও জনগণের সহায়তার জন্য রাষ্ট্রদূত জাফর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে জনশক্তিখাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তিনি আরব আমিরাতের খাদ্য নিরাপত্তা সহযোগিতার আওতায় কৃষি ও সর্বোচ্চ নিয়োগকারী খাত এসএমই-এ অধিক বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আমিরাত সরকারের প্রতি আহ্বান জানান। দেশটিতে কর্মরত বাংলাদেশিদের কল্যাণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

করোনাভাইরাস পরবর্তী পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের কৃষিখাতে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূতের নিমন্ত্রণে মন্ত্রী নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের অভিপ্রায় ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান এবং কাউন্সেলর (শ্রম) উপস্থিত ছিলেন। ইউএই’র পক্ষে এসিস্টান্ট আন্ডার সেক্রেটারি ওমর আল নোআইমি, এবং ডাইরেক্টর আব্দুল্লাহ আল শামসি বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com