লেবাননে আটকেপড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইট
অর্থনৈতিক মন্দা, ডলার সংকট ও করোনা পরিস্থিতির কারণে লেবাননে আটকেপড়া কাগজহীনদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান এই প্রথম দেশটিতে বিশেষ ফ্লাইট শুরু করেছে। সোমবার ভোরে বিজি-৪১৮২ ফ্লাইটটি বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১০ জন যাত্রী নিয়ে বিকেলে ঢাকায় পৌঁছে।
আগামী ১৯ ও ২৩ আগস্ট বাংলাদেশ বিমান লেবাননে আরও ২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বলে দূতাবাস জানিয়েছে। বিশেষ বিমানে ফিরতে পেরে বাংলাদেশিরা সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানান। এ সময় বৈরুতের বিমানবন্দরে দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার সারাদিন দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের যাত্রীদের টিকিট বিতরণ করে দূতাবাস। লেবাননে গত সেপ্টেম্বর মাস থেকে অর্থনৈতিক মন্দা শুরু হলে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি নিজ দেশে ফেরত যাওয়ার জন্য স্বেচ্ছায় নাম নিবন্ধন করে দূতাবাসে।
করোনা পরিস্থিতির কারণে বিমান চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন যাবত নিবন্ধিত বাংলাদেশিরা ফিরতে পারছিল না। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই মাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি যোগদানের পরেই বাংলাদেশ সরকার ও বিমান সংস্থার সাথে আলোচনার ফলস্বরূপ আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করে।
এমআরএম/এমকেএইচ