হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থী করোনায় আক্রান্ত
বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের তাণ্ডব। এর থেকে রেহাই পাচ্ছে না পৃথিবীর কোনো দেশ-অঞ্চল। পূর্ব ইউরোপের ছোট্ট দেশ হাঙ্গেরিতেও এর তাণ্ডব চলছে। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন আক্রান্ত হয়েছে। আর ২৪ ঘণ্টায় মারা গেছে ১১ জন। এর মধ্যে আক্রান্ত একজন বাংলাদেশি শিক্ষার্থী।
এখন পর্যন্ত দেশটিতে ৮৯৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৫৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে ইতিমধ্যে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বেলির পক্ষ থেকে দেশজুড়ে কারফিউ ঘোষণা করা হয়েছে। হাসপাতাল, খাবারের দোকান, ফার্মেসি, ব্যাংক, পেট্রল স্টেশন অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবামূলক প্রতিষ্ঠান ছাড়া বাকি সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগালের মতো এতো বড় পরিসরে না হলেও এখানে বেশ কিছু বাংলাদেশিদের বসবাস রয়েছে এবং এদের সিংহভাগই শিক্ষার্থী। বিশেষ করে মাসে হাঙ্গেরির সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের মধ্যকার দ্বি-পাক্ষিক চুক্তির ফলে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম নামক শিক্ষাবৃত্তির অধীনে গত বছরের সেপ্টেম্বর মাস থেকে প্রায় ১০০ জনের মতো বাংলাদেশি শিক্ষার্থী ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডিসহ বিভিন্ন লেভেলে উচ্চশিক্ষা গ্রহণ করছেন দেশটিতে। পাশাপাশি আরও বেশ কিছু শিক্ষার্থী রয়েছেন যারা নিজ খরচে হাঙ্গেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন।
হাঙ্গেরিতে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশি শিক্ষার্থীদের বসবাস রাজধানী বুদাপেস্ট কিংবা দ্বিতীয় বৃহত্তম শহর ডাবরিচেনে। এছাড়াও অল্প কিছু বাংলাদেশি রয়েছেন যারা বিভিন্ন পেশাভিত্তিক কাজের সঙ্গে জড়িত এবং বুদাপেস্টে বাংলাদেশি মালিকানাধীন দুইটি রেস্টুরেন্টও রয়েছে। সবমিলিয়ে, ২০০-এর মতো বাংলাদেশির বসবাস রয়েছে পূর্ব ইউরোপের এ দেশে।
আক্রান্ত বাংলাদেশি শিক্ষার্থী বুদাপেস্টের উপকণ্ঠে গোডোলোতে অবস্থিত সেন্ট ইটজভান বিশ্ববিদ্যালয়ে স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম শিক্ষাবৃত্তির অধীনে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন।
গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে।
আক্রান্ত শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তার রুমমেট কয়েকদিন আগে জার্মানি এবং সুইজ্যারল্যান্ড ভ্রমণ করেছিলেন এবং তার মাধ্যমেই মূলত তিনি সংক্রমিত হয়েছেন। তার সঙ্গে থাকা আরও পাঁচজন একইসঙ্গে করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন।
জানা গেছে, পূর্ব ইউরোপের এ দেশটিতে ধীরে ধীরে জটিল আকারে রূপ নিচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত দুই-তিন দিনে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে তাই গৃহবন্দির মধ্যেই সবাইকে থাকতে হচ্ছে। যদিও অনলাইনে তার শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে।
এফআর/এমকেএইচ