করোনাভাইরাস : জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সাময়িক বন্ধ

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধে সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) জেদ্দা কনস্যুলেট থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধের নিমিত্তে ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপরদিকে পাসপোর্ট কাউন্সিলর কামরুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, কনস্যুলেট সেবা বন্ধের কারণে ১৯-৩১ মার্চ পর্যন্ত পাসপোর্ট আবেদন, নবায়ন অথবা রি-ইস্যুসহ অন্যান্য সেবা বন্ধ থাকবে। তবে পাসপোর্ট নবায়নের প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা যাবে।

উল্লেখ্য, সৌদিতে এ পর্যন্ত ১১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশটির শপিংমল ও সরকারি অফিস ১৬ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছে।

এএইচ/এমকেএইচ

টাইমলাইন  

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com