যুক্তরাষ্ট্রে আদমশুমারি নিয়ে বিভ্রান্ত প্রবাসীরা, সচেতনতার তোড়জোড়

সাইফুল আজম সিদ্দিকী সাইফুল আজম সিদ্দিকী মিশিগান (যুক্তরাষ্ট্র) থেকে
প্রকাশিত: ১১:২১ এএম, ১২ মার্চ ২০২০

চলতি বছর যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে জনগণনার (আদমশুমারি)। শিক্ষা, স্বাস্থ্যসহ সব সরকারি সাহায্য ও বরাদ্দ নির্ভর করে এই শুমারির ওপর। তবে এ নিয়ে বাংলাদেশিসহ প্রবাসীদের মাঝে রয়েছে ভীতি ও বিভ্রান্তি।

তাই প্রবাসী বাংলাদেশিদের সব বিভ্রান্তি দূর করতে ও জনসচেতনতা বাড়াতে স্থানীয় রেডিও, টিভি ও প্রিন্ট মিডিয়ার প্রচার ও প্রবাসীদের বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হচ্ছে।

ইতোমধ্যে রেডিও, টিভি ও সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করা হয়েছে বিভিন্ন ভাষায় সচেতনতামূলক ভিডিও। মিশিগানে বাংলা টাউন ডেট্রয়েট, হ্যামট্রামিক, ওয়ারেন ও স্টারলিং হাইটসে বাংলাদেশিদের বসতি। ধারণা করা হয়, এখানে ২০ হাজারের মতো বাংলাদেশির বসবাস। তাই আদমশুমারির সংস্থা বাংলা ভাষার ভিডিও ও রেডিওর জন্য বিজ্ঞাপন করেছে। প্রবাসী বাংলাদেশিদের সঠিক তথ্য দেয়ার জন্য ও সঠিক জনগণনার প্রয়োজনীয়তার ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মিশিগানের স্টার্লিং হাইটসের এক অভিজাত বাংলাদেশি রেস্তোরাঁয়।

গত ৮ মার্চ মিশিগান থেকে প্রকাশিত ‘বাংলা সংবাদ’ পত্রিকার আয়োজনে মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, ধর্মীয় ও পেশাজীবীসহ মিশিগানের প্রায় পঞ্চাশটি সংগঠনের নেতা উপস্থিতি ছিলেন। স্টার্লিং হাইটসের বাংলাদেশি রেস্তোঁরা ‘রয়েল মাসালা’ এর বলরুমে ‘আদমশুমারির গুরুত্ব’ শিরোনামে ওই মতবিনিময় হয়।

‘বাংলা সংবাদ’ এর সম্পাদক ইকবাল ফেরদৌসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওয়েন স্টেইট ইউভার্সিটির সহযোগী অধ্যাপক ড. হেইগ ওশাগান।

অনুষ্ঠানের প্রধান বক্তা নিউ মিশিগান মিডিয়া ডিরেক্টর ও সংখ্যালঘু বিষয়ে গবেষণা ও পাবলিক মিডিয়া বিশেষজ্ঞ ড. অশাগান তার বক্তব্যে সঠিক জনগনণার গুরুত্ব এবং এ কাজে প্রবাসী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এ কাজে বাংলাদেশি কলেজপড়ুয়া ছাত্রছাত্রীরা বেশ ভালো বেতনে কাজ করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলা সংবাদের হেড অব বিজনেস আব্দুল মুহিত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহতাবুর রহমান টিপু। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিশিগানের প্রায় ৫০টি বাংলাদেশি আমেরিকানদের সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুর ২টায় অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মিশিগানে অবস্থিত বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্বদের সরব উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

jagonews24

মতবিনিময়ে অংশগ্রহণ করে হ্যামট্রামিক সিটি বাংলাদেশি দুই আবংলাদেশি আমেরিকান কাউন্সিল মেম্বার, বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (ব্যাপাক), বাংলাদেশি আমেরিকান ফেডারেশন অব মিশিগান, বাংলাদেশি আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েসন অব মিশিগান, মিশিগান বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক কোকাস, ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েসন মিশিগান, ক্রিকেট একাডেমি অব ডেট্রয়েট, মিশিগান বেঙ্গলস।

এ ছাড়া ছিল মিশিগানের বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানা সমিতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান, জালালাবাদ সোসাইটি অব মিশিগান, সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান, বিয়ানীবাজার সোশ্যাল অ্যান্ড কালচারাল সমিতি মিশিগান, গোলাপগঞ্জ সমিতি মিশিগান, বড়লেখা অ্যাসোসিয়েশন অব মিশিগান, বিশ্বনাথ সোসাইটি অফ মিশিগান, চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব মিশিগান, ঢাকা দক্ষিণ অ্যাসোসিয়েশন অব মিশিগান, ঢাকা বিভাগ কল্যাণ সংঘ, ফেঞ্চুগঞ্জ পরিবার অব মিশিগান, গ্রেটার জৈন্তা অ্যাসোসিয়েশন অব মিশিগান, গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগান, গোলাপগঞ্জ সমিতি মিশিগান, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন অব মিশিগান, হ্যামট্রামিক রেসিডেন্টস ফোরাম, হবিগঞ্জ সমিতি মিশিগান, কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব মিশিগান, সিলেট জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগান, কুলাউড়া অ্যাসোসিয়েশন অব মিশিগান, জকিগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব মিশিগান, ঢাকা বিভাগ সমিতি, মিশিগান।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্সি-ক্যাব অ্যাসোসিয়েশন অব মিশিগান, লেখক সাহিত্যক ফোরাম মিশিগান, প্রগ্রেসিভ ওমেন ইন মিশিগান, নিরাপদ সড়ক চাই মিশিগান, সিলেট ইয়াং স্টার এবং ইউথ ফেডারেশন অব মিশিগান সহ মিশিগান, শিকাগো ও নিউইয়র্কের বেশ কয়েকটি সংগঠনের দায়িত্বশীল প্রতিনিধিরা। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মিশিগান শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিশিগান মহানগর আওয়ামী লীগ, মিশিগান স্টেট আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিশিগান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মিশিগান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মিশিগানও অংশ নেয়।

অনুষ্ঠানে বিভিন্ন মত ও দলের লোক থাকলেও সবাই এক বাক্যে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির উন্নয়নের স্বার্থে সঠিক জনগণনার ব্যাপারে একমত হন। জনগণনা ও মতবিনিময় সভা নিয়ে ব্যাপাক প্রেসিডেন্ট ড. সাফিউল হাসান জানান, বাংলা সংবাদের এ আয়োজন অত্যন্ত সময়োপযোগী। আমাদের কমিউনিটির উন্নয়নে, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে, রাজনৈতিক গুরুত্ব ও সরকারি বরাদ্দে নিজেদের উপস্থিতি জানান দিতে জনগণনায় অংশ নেয়া ও সঠিক তথ্য অত্যন্ত জরুরি।

জেডএ/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]