কাতারে করোনায় আক্রান্ত ১১, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা
ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এখন পর্যন্ত এ ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনার সংক্রমণে আতঙ্কে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা কাতারের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি দেশটিতে বাড়ছে আতঙ্কও। এখানে বসবাস করা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক লক্ষ্য করা গেছে। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। সারাবিশ্বের পাশাপাশি কাতারেও মাস্কের সংকট দেখা গেছে।
কাতার প্রশাসন এ ভাইরাস মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।
গত ২৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ইরান ফেরত এক কাতারি নাগরিকের দেহে করোনাভাইরাস শনাক্তের পর থেকে এখানে উত্তেজনা বাড়ছে। আক্রান্তদের মধ্যে ৩ জন কাতারের নাগরিক। বাকি ৮ জন কোন দেশের সেটি এখনো জানায়নি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এফআর