দুবাইয়ে এয়াছিন শাহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রামের রাউজান থানার অন্যতম ঐতিহ্যবাহী স্কুল হযরত এয়াছিন শাহ (রঃ) পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ ব্যাচ ৯৯ আমিরাত শাখার উদ্যোগে দুবাই লেকে বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনের আহ্বায়ক মুহাম্মদ জুয়েল বলেন, দীর্ঘদিন পর স্কুলের বন্ধুদের পেয়ে আমি সত্যিই আনন্দিত হয়েছি। মনে হচ্ছে সেই ৯৯ সালের আগের স্কুল জীবনে ফিরে গিয়েছি। পাশাপাশি সবাই মিলনমেলায় অংশগ্রহণ করাই সবার ভূয়সী প্রশংসা করেন। এ সময় তারা আমিরাতে নতুন আগত রাউজান গ্রামার স্কুলের অন্যতম পরিচালক মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম (মিঠুকে) ফুল দিয়ে বরণ করে নেন।

বিজ্ঞাপন

এ সময় আগামী মার্চ মাসে ৯৯ ব্যাচের পুনর্মিলনীতে স্কুলে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেন পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসার শাসনের স্মৃতিচারণ করেন প্রাক্তনরা।

পরে তিন ঘণ্টাব্যাপী নৌকা ভ্রমণ করেন এবং সেখানে আপ্যায়ন সম্পন্ন করেন। এরপর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় আনন্দঘন এই অনুষ্ঠানের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বনভোজনে উপস্থিত ছিলেন মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ মোরশেদ, মুহাম্মদ জাহেদ, আহসান হাবীব মুন্না, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ ইউসুফ, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ কবির, মুহাম্মদ সাজ্জাদুল ইসলাম মিঠু, মুহাম্মদ মুনছুরসহ আমিরাতের সাতটি প্রদেশ থেকেন আগত স্কুলের প্রাক্তন ছাত্ররা।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com