সিডনিতে এনএসইউ শিক্ষার্থীদের পুনর্মিলনী

মো. আবুল কালাম আজাদ
মো. আবুল কালাম আজাদ মো. আবুল কালাম আজাদ , অস্ট্রেলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০

সিডনিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীদের অষ্টমবারের মতো পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দেশটির নিউ সাউথ ওয়েলসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সামান্তা ইসলাম। শিল্পী এলিটা করিম গানে গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন। বাংলাদেশের একজন নামকরা পপ গায়িকা হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। ২০০৯ সালে প্রথম মিক্সড অ্যালবাম ‘আমার পৃথিবী’ বের করেন।

বর্ণাঢ্য আয়োজনে ছিল এলিটা করিমের লাইভ মিউজিক, বাচ্চাদের পার্টি, প্রাক্তন ছাত্রদের গেম-শো ইত্যাদি। অনুষ্ঠানে স্থানীয় শিল্পী রাতুল ও লোরা সংগীত পরিবেশন করেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও উপাচার্যের বার্তাসহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ছোট্ট একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

jagonews24

এ ছাড়া সাধারণ সভায় গত বছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ নেওয়াজ হাসান ও সেক্রেটারি জেনারেল তাওহিদ চৌধুরী। ট্রেজারার নেওয়াজ হাসান অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন সভায়।

উল্লেখ্য, জানুয়ারি ২০১২ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি ফেয়ার ট্রেডিং বিভাগের নিবন্ধিত ও একটি স্বতন্ত্র অলাভজনক সংস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যারা বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তাদের নিয়ে গঠিত হয়েছে। সকল এনএসইউয়ারস সদস্যদেরকে একটি কমিউনিটির আওতায় আনতে তারা কাজ করে যাচ্ছেন।

সংগঠনের সহ-সভাপতি মো. আবুল কালাম ফরহাদ বলেন, আমাদের আরও শক্তিশালী এবং টেকসই নেটওয়ার্ক তৈরি করতে হবে। পরিকল্পনা পরিচালক আসাদ জামান অ্যাসোসিয়েশনের সব নিবন্ধিত সদস্যদের আরও সক্রিয় হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠান সফল করার জন্য অ্যাসোসিয়েশনের সভাপতি নাহিদ কামাল সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসহ সাংবাদিক ও স্পন্সররা উপস্থিত ছিলেন।

jagonews24

এ সময় আরও উপস্থিত ছিলেন- কার্যনির্বাহী পরিষদ মণ্ডলী সভাপতি নাহিদ কামাল, সহ-সভাপতি- মো. আবুল কালাম ফরহাদ, সেক্রেটারি জেনারেল, তাওহীদ চৌধুরী কোষাধ্যক্ষ- নেওয়াজ হাসান, সেক্রেটারি কমিউনিটি উন্নয়ন- নাহার এ দিশা।

যুগ্ম সচিব কমিউনিটি উন্নয়ন- শহিদুর রহমান, সেক্রেটারি তথ্য প্রযুক্তি- এম তাজিম তারেক, যুগ্ম সচিব তথ্য প্রযুক্তি, শামস মওদুদ, সেক্রেটারি মিডিয়া ও যোগাযোগ- সামান্তা ইসলাম।

সেক্রেটারি ফেমিলি এনগেইজমেন্ট- ফাহেমা প্রীতি তালুকদার, সেক্রেটারি খেলাধুলা- রিজওয়ান ইসলাম, কৌশল ও পরিকল্পনা পরিচালক- আসাদ জামান আহমেদ, সেক্রেটারি বিদেশ বিষয়ক- মো. ওয়াসিমুল ইসলাম।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]