বিলাসবহুল গাড়ির বিষয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২০

সমালোচনা যেন পিছু ছাড়ছে না বর্তমান সময়ের আলোচিত ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারীর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আজহারীর একটি বিলাসবহুল গাড়ি চালানোর ছবি ভাইরাল হয়েছে। ছবির পোস্টে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

কেউ কেউ লিখেছেন, ‘আজহারী ওয়াজ মাহফিলে সাদাসিধে সাধারণ জীবনযাপনের কথা বলেন। তাহলে উনি কেন পাঁচ কোটি টাকার বিলাসবহুল গাড়িতে চড়েন?’

আবার অনেকে লিখেছেন, ‘তাহলে কি তিনি বিলাসীজীবন, আরাম-আয়েশ করার জন্যই মালয়েশিয়ায় ফিরে গেছেন?’

এ বিষয়ে কথা বলতে জাগো নিউজের পক্ষ থেকে মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

jagonews24

গাড়ির প্রকৃত মালিক শহীদুজ্জামান টরিকের সঙ্গে মিজানুর রহমান আজহারী। ছবি-সংগৃহীত

জানা যায়, মিজানুর রহমান আজহারী অপরিচিত নম্বর থেকে আসা ফোন রিসিভ করেন না। পরে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক পরিচয় দিয়ে টেক্সট মেসেজ পাঠালে তখন তিনি উত্তর দেন।

ফিরতি মেসেজে তিনি লিখেছেন, ‌‘সিঙ্গাপুর বিজনেস চেম্বার অ্যান্ড কমার্সের সাবেক প্রেসিডেন্ট শহীদুজ্জামান টরিক ভাইয়ের গাড়ি এটা। গত বছর সিঙ্গাপুরে বাংলাদেশি এলিট সোসাইটির একটি গেদারিংয়ে আলোচনা রাখার জন্য তারা আমাকে ইনভাইট করেছিলেন। পাঁচ দিনের সফরে তখন সিঙ্গাপুর গিয়েছিলাম। ওই সফরে শখ করে সিঙ্গাপুর শহরে টরিক সাহেবের গাড়িটি ড্রাইভ করেছিলাম। মিথ্যাবাদীরা এটাকে এখন আমার গাড়ি বানিয়ে দিয়েছে। মিথ্যাচার যেন এদেশের রন্ধ্রে রন্ধ্রে।’

সম্প্রতি দেশের সব ওয়াজ-মাহফিল বাতিল করে পিএইচডি গবেষণার কাজে মালয়েশিয়ায় ফিরে এসেছেন মিজানুর রহমান আজহারী।

এসআর/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]