প্রবাসীদের উদ্যোগে আমিরাতের ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৯

সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরা আনন্দে মেতে উঠেন। উৎসবমুখর পরিবেশে বিভিন্ন দেশের প্রবাসীরা দিবসটি উদযাপন করে থাকে।

সেই ধারাবাহিকতায় ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ফ্যামিলি ডে ও কার শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার সকাল ৯টায় শারজাহ ন্যাশনাল পার্ক থেকে আমিরাতের জাতীয় পতাকার আদলে শতাধিক গাড়ি সাজিয়ে কার শোভাযাত্রা খরফক্কান বিচ পার্কের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে।

এক ঘণ্টায় গন্তব্যে পৌঁছে শুরুতেই আমিরাত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। জাতীয় সঙ্গীতের পরপরই কেক কাটা হয়। আয়োজনে ছিল শিশু-কিশোরদের জন্য নানা ক্রীড়া প্রতিযোগিতা। প্রাপ্তবয়স্কদের জন্যও ছিল খেলার ব্যবস্থা।

মহিলাদের মার্বেল দৌড় আর পুরুষদের জন্য ছিল বল নিক্ষেপ প্রতিযোগিতা। প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র।

আয়োজনে অংশ নেওয়া প্রবাসীরা জানান, বাংলাদেশ জন্মভূমি আর আমিরাত হচ্ছে কর্মভূমি। জন্মভূমির পরপরই আমাদের ভালোবাসা আমিরাতের জন্য। তারা আরও জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে সকল প্রবাসীকে এগিয়ে আসতে।

এ সময় উপস্থিত ছিলেন- ডক্টর রেজা খান, ইসমাইল গনী চৌধুরী, নওশের আলী, আইয়ব আলী বাবুল, শেখ আব্দুল কারিম, আব্দুল আলিম, মোহাম্মদ হোসেন, আব্দুল মান্নান, শাহাদাৎ হোসেন সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা ও অসংখ্য প্রবাসী।

পিকনিক ও কার শোভাযাত্রার আয়োজন করেন আলী আহসান, মুহাম্মদ নাজমুল হক, মামুন রেজা, মিজান, মফিজ, পারভেজ ও মামুনুর রশীদ।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]