চীনে গ্রামীণ ব্যাংকের সেমিনার অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২১ নভেম্বর ২০১৯

চীনের চীয়াংশি প্রদেশের নানছাং শহরে চীয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকনোমিক্স বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী, অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের সেমিনার আয়োজিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্কুল অব হিউমিনিটিস ও রিসার্চ সেন্টার অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্টের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক হল রুমে ‘দ্য ইন্ট্রোডাকশন অব গ্রামীণ ব্যাংক’ শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

China2

গ্রামীণ চায়নার প্রজেক্ট ম্যানেজার চিং লিয়ের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- গ্রামীণ চায়নাতে কর্মরত ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ বাবর আলী।

মোহাম্মদ বাবর আলী সেমিনারে গ্রামীণ বাংক, গ্রামীণ চায়নার সার্বিক কার্যক্রম শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। বর্তমানে চায়নাতে গ্রামীণ চায়নার ১০টি প্রজেক্ট চলমান রয়েছে। সেমিনারে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে গ্রামীণ বাংক সম্পর্কে জানার চেষ্টা করে।

China2

অনুষ্ঠিত সেমিনারে চীয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকনোমিক্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, চাইনিজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেয়।

ছাইয়েদুল ইসলাম, চীন থেকে/এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]