দুর্নীতিবিরোধী অভিযান : প্রধানমন্ত্রীকে ইতালি আ.লীগের সাধুবাদ

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১১ এএম, ৩০ অক্টোবর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতিবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়ে নবগঠিত ইতালি আওয়ামী লীগের কার্যকরী কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দেশটির তরপিনাত্তারার রসই রেস্টুরেন্টের হলে এ সভা আয়োজিত হয়।

শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করা হয়। সময় বাড়ার সাথে নেতাকর্মীদের উপস্থিতে হলরুম কাণায় কাণায় পূর্ণ হয়ে যায়। স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো হল।

southeast

ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর ফরাজীর সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা, ইতালি আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী আহম্মদ ঢালী।

এ সময় বক্তব্য দেন- ইতালি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, সহ-সভাপতি সরদার লুৎফর রহমান, জামান মোক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান মাতব্বর মঞ্জু, মাসুদুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক, স্বপন হাওলাদার এ আর আহমেদ তপু, কবির হোসেন, মজিবর রহমান মুজিব প্রমুখ।

southeast

সভাপতি জাহাঙ্গীর ফরাজী বলেন, ইতালি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ দেশের জন্য মঙ্গলজনক। আমরা তার পাশে সর্বদা আছি থাকব।

তিনি আরও বলেন, প্রবাসে যারা অবৈধভাবে দলীয় পরিচয় দিয়ে অর্থের মালিক হয়েছেন কিংবা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তিনি নবনির্বাচিত কমিটিকে আরও সক্রিয় করে দুনীতিবিরোধী অভিযানকে সামনে এগিয়ে নিয়ে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু দুর্নীতিবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, আমরা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী, আমরা কাউকে ভয় পাই না, আমরা শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে আরও শক্তিশালী করব।

southeast

সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি বলেন, শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের জন্য বাংলাদেশ আজ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। প্রধানমন্ত্রী একদিকে মমতাময়ী মা অন্যদিকে একজন পরিশ্রমী ও সফল রাষ্ট্র নায়ক।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন- দপ্তর সম্পাদক জি আর মানিক, প্রচার সম্পাদক সাইদুর রহমান, উপ-দপ্তর সম্পাদক রাজিব রহমান, উপ-প্রচার সম্পাদক তারেক হাসান, মহিলা সম্পাদিকা রিনা কবির, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক সোহেল রানা, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইলিয়াস মাদবার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম হোসেন, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বিক্রম পাল প্রমুখ।

সদস্যের মধ্যে বক্তব্য দেন- হাজী সুইট, রুহুল আমিন, অনিক হাওলাদার, রাসেল রানা, সুলতানা নিগার মিতা, ফয়সাল আহমেদ জনিসহ আরও অনেকে।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]