বেলজিয়াম আ.লীগকে সজাগ থাকার আহ্বান
সম্প্রতি বেলজিয়াম আওয়ামী লীগের নামে জামায়াত-বিএনপি থেকে অনুপ্রবেশকারী কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘৫ই অক্টোবর বেলজিয়াম আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে’ বলে অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থেকে সংগঠনের স্বাভাবিক কাজ অব্যাহত রাখার অনুরোধ জানানো হচ্ছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় ৬টায় বেলজিয়ামে সাংবাদিক সম্মেলন করে এসব কথা জানায় বেলজিয়াম আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শহিদুল হক।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, বেলজিয়াম আওয়ামী লীগ একটি সফল সম্মেলনের মাধ্যমে নির্বাচিত। সেই সঙ্গে ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সভাপতি অনিল দাশ গুপ্ত এবং সাধারণ সম্পাদক এমএ গনি এবং বর্তমান সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান অনুমোদিত।
কিছু ব্যক্তি সংগঠনের সাংগঠনিক বা আমাদের রাষ্ট্রের জাতীয় দিবসের কোনো কাজ না করে, মাঝে মাঝে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নাম ভাঙিয়ে বিভ্রান্তকর কর্মকাণ্ড করেই চলছে, যা অপরাধমূলক এবং বেলজিয়াম আওয়ামী লীগ, তথা ইউরোপিয়ান আওয়ামী লীগের জন্য সাংগঠনিকভাবে ক্ষতিকর। এ সকল গুটিকয়েক অনুপ্রবেশকারী ও বিভ্রান্তকারীদের অবিলম্বে সম্মেলনের নামে অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সহ সভাপতি নিরঞ্জন রায়, হুমায়ুন মাকসুদ হিমু, মনির হোসেন, উপদেষ্টা ড. ফারুক মির্জা, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান খান, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দফতর সম্পাদক, রাইসুল ইসলাম রাসেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইমরান আলী, মহিলা সম্পাদিকা রাবেয়া জামান, সদস্য হাছান, সদস্য জুয়েল জিলানী ও সদস্যা দিলরুবা বেগম মিলি প্রমুখ।
এমএসএইচ