মৃত্যুর কাছে হেরে গেলেন রেমিট্যান্স যোদ্ধা আরিফ

হাসান তামিম
হাসান তামিম হাসান তামিম
প্রকাশিত: ১১:২১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে আরিফ ইসলাম (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভিয়েনার ডোনাউ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আরিফ বাংলাদেশের নাটোর জেলার বড়াইগ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। ২০১৫ সালে স্টুডেন্ট ভিসায় অস্ট্রিয়াতে যান তিনি।

আরিফের মৃত্যুর বিষয়ে ভিয়েনা নিবাসী তার চাচা আব্দুল ওয়াহেদ জানান, গত ৮ সেপ্টেম্বর বিকেলে ফোনে কথা বলতে বলতে ব্রেন স্ট্রোক করেন আরিফ। সঙ্গে সঙ্গে তাকে ভিয়েনার ডোনাউ হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে আরিফের জ্ঞান ফেরেনি।

দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যান আরিফ। তার মৃত্যুতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আরিফের মরদেহ খুব দ্রুত দেশে পাঠানো হবে বলে জানান আব্দুল ওয়াহেদ।

এমএসএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]