কাজী এনায়েতুল করিমকে সংবর্ধনা

মিরন নাজমুল
মিরন নাজমুল মিরন নাজমুল , স্পেন প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেককে মাদ্রিদে সংবর্ধনা দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষে গত বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আমিরাত এয়ারলাইনসে আল সুয়ারেজ মাদ্রিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন সংগঠনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি ব্যবসায়ী আল-আমিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আঞ্জুমানে আল ইসলাম স্পেনের সভাপতি মাওলানা আসাদুর রহমান রাজ্জাক, ঢাকা জেলা সমিতি স্পেনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, আল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, মো. সুজন প্রমুখ।

enait-02

সংবর্ধনা শেষে সভাপতি কাজী এনায়েতুল করিম তারেকের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আব্দুল কায়ূম মাসুক, রমিজ উদ্দিন, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের সভাপতি মো. হেমায়েত খান, সাধারণ সম্পাদক তুতা কাজীসহ কমিনিটি নেতারা। তিনি এ সময় সংক্ষিপ্ত ব্রিফিংয়ের মাধ্যমে তার সফরকালীন কার্যক্রম বর্ণনা করেন।

উল্লেখ্য, কাজী এনায়েতুল করিম তারেক গত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে সফরে যান। সেখানে তিনি বাংলাদেশি কমিউনিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের নিয়ে কাজ করার পরিকল্পনা নিয়ে কমিউনিটির নেতাদের সাথে আলোচনাও করেন। ১১ সেপ্টেম্বর তিনি মাদ্রিদে ফিরে আসেন।

এমএআর/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]