সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হাজি নিহত

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৭ আগস্ট ২০১৯

পবিত্র হজ পালন শেষে জিয়ারতের উদ্দেশে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ওয়াদি ফারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ জন। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩৫ জন বাংলাদেশি হাজিকে নিয়ে যাত্রীবাহী একটি বাস গতকাল রাত ১১টার দিকে ওয়াদি ফারা নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনায় পড়ে। বাসটির চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।

ঘটনাস্থলে এক মহিলা হাজি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনায় আহতের সংখ্যা ১৭। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে মদিনা কিং ফাহাদ হাসপাতালে আটজন, মিকাত হাসপাতালে চারজন, ওহুদ হাসপাতালে দুজন, সৌদি জার্মান হাসপাতালে দুজন এবং ইয়াতামা হাসপাতালে দুজন ভর্তি আছেন।

নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

বাসটিতে থাকা ৩৫ হাজি স্কাই ট্রাভেলসের মাধ্যমে সৌদি আরবে আসেন।

এমএআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]