কুয়েতে দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি কুয়েত
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২৯ জুলাই ২০১৯

কুয়েতে জিলিব আল সুয়েক এলাকায় নিজ কর্মস্থলে দুর্ঘটনায় সোহরাব আশরাফ নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুলাই) জিলিব আল সুয়েকে গাড়ির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের দেশের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বারকুন্ড আনোয়ার জুন মিলের পাশে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি গাড়ির গ্যারেজে কাজ করতেন। ঘটনার দিন গ্যারেজে একটি গাড়ির ইঞ্জিনে কাজ করার সময় ব্যবহৃত জগ ছিটকে গেলে গাড়িটি তার ওপর পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতারে হিমাগারে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তার সহকর্মীরা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শিগগিরই দেশে পাঠানো হবে।

জেএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com