প্রথম ধাপে ১০ লাখ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

কৌশলী ইমা কৌশলী ইমা , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৯ পিএম, ১৪ জুলাই ২০১৯

কাগজপত্রবিহীন বা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার থেকে তারা দেশব্যাপী এ অভিযানে নেমেছেন।

অভিযানের প্রথম পর্যায়ে ১ মিলিয়ন বা ১০ লাখ অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের লক্ষ্য, অবৈধ অভিবাসী, যাদের বিরুদ্ধে বহিষ্কারাদেশ রয়েছে, তাদেরকে গ্রেফতার করে দেশে ফেরত পাঠানো।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ জুলাই) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযান পরিচালনার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন। লস এঞ্জেলেস, নিউইয়র্ক, শিকাগোসহ বড় বড় শহরগুলোতে এই অভিযান চালানো হচ্ছে।

আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক ম্যাথিউস আলবেন্স জানান, আইসিই এজেন্টরা মূলত মধ্য আমেরিকার অভিবাসীদের টার্গেট করে অভিযান পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/এমএসএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com