বেলজিয়ামে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফারুক আহাম্মেদ মোল্লা
ফারুক আহাম্মেদ মোল্লা ফারুক আহাম্মেদ মোল্লা
প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৯ জুলাই ২০১৯

 

বেলজিয়ামের এন্টারপেন শহরে সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ ছাড়া দেশটির এন্টারপেন শাখা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি লতিফ শহিদুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী।

বক্তব্য দেন সহ-সভাপতি বাবু নিরঞ্জন রায়, সহ-সভাপতি মোশারফ হোসেন বাবু, সহ-সভাপতি, জহির খান, সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, যুগ্ম সম্পাদক, আবুল কালাম আজাদ চৌধুরী মিঠু, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, খালেদ মিনহাজ সভাপতি বেলজিয়াম যুবলীগ।

সভায় উপস্থিত ছিলেন কৃষি বিষয়ক সম্পাদক বাবুল, শিক্ষা সম্পাদক নিয়াজ মোর্শেদ, সদস্য প্রদীপ দাস, সদস্য হাছান, রানা মর্তুজা প্রমুখ

বক্তারা আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য, ১৯৭১ সালের যুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা, কারাগারের অভ্যন্তরে জাতীয় চারনেতাকে হত্যা, ১৯৮১ সালে ১৭ মে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন, আওয়ামী লীগকে নতুন করে সুসংগঠিত করে নবযাত্রা, স্যাটেলাইট উৎক্ষেপণ ইত্যাদির বিষয়ে তুলে ধরেন।

এন্টারপেন শাখা আওয়ামী লীগের আহ্বায়ক আলী হোসেন, শেখ সেলিমকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এ ছাড়া কমিটিতে রয়েছেন সদস্য সচিব জহিরউদ্দিন শাহীন, রফিকুল ইসলাম, আহ্বায়ক কমিটির উপদেষ্টা ফিরোজ বাবুল, বাবুল, মোশাররফ হোসেন বাবু, নিয়াজ মোর্শেদ, প্রদীপ দাস।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]